২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

গণমাধ্যম সংস্কার কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে

গণমাধ্যম সংস্কার কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে - ছবি : সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন এ কথা বলা হয়।

গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব দেয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ নামে গত ১৮ নভেম্বর একটি কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক গীতিআরা নাসরীন (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), শামসুল হক জাহিদ সম্পাদক, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস ও প্রতিনিধি সম্পাদক পরিষদ, আখতার হোসেন খান, সচিব, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব), প্রতিনিধি, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো), সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব, ফাহিম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, যমুনা টেলিভিশন ও ট্রাস্টি (ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার), জিমি আমির, সাংবাদিক ও আহ্বায়ক, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক, মোস্তফা সবুজ, বগুড়া জেলা প্রতিনিধি, দ্য ডেইলী স্টার, টিটু দত্ত গুপ্ত, ডেপুটি এডিটর, দা বিজনেস স্ট্যান্ডার্ড ও আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী প্রতিনিধি।

নব্বই দিনের মধ্যে কমিশনকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। সরকার কাজের স্বার্থে সময় বৃদ্ধি করে আজ প্রজ্ঞাপন জারি করেছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement