২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

কৃষি সচিবের অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ

কৃষি সচিবের অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ - ছবি : নয়া দিগন্ত

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ট সহচর হিসেবে উল্লেখ করে তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ফ্যাসিবাদ বিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সমাবেশের ব্যানার ও ফেস্টুনে পতিত সরকারের সাথে কৃষি সচিবের ঘনিষ্ঠতা সংক্রান্ত ছবি দেখা যায়।

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ শ্লোগান তুলে বর্তমান কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্য ফ্যাসিস্ট আমলাদের অপসারণের দাবির কথা লেখা হয় ওই ব্যানারে।

সমাবেশের অন্যতম সংগঠক শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম তুহিন জানান, কৃষি সচিবসহ ফ্যাসিস্ট আমলাদের অপসারণ দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে শাহবাগে পুলিশ আটকিয়ে দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আসাদ বিন রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement