১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

জুলাই চার্টারের ওপর আগামী নির্বাচন নির্ভর করবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - ছবি - ইন্টারনেট

আগামী নির্বাচন জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমরা আশা করছি, ছয়টি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে, সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পলিটিক্যাল পার্টির সাথে এই কমিশনের আলাপ হবে। আলাপে সমস্ত সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টির ঐকমত্যের ভিত্তিতে নেবে, সেটা রাজনৈতিক দলগুলো সাইন বা স্বাক্ষর করবে। সেই সাইন ডকুমেন্টটা হবে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনের তারিখটা কবে হবে।’

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, জুলাই-আগস্টে যে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হলো, তারপর বাংলাদেশের পূর্ণজন্ম। এই যে একটা পলিটিক্যাল সলিউশনে আমরা যাচ্ছি, কিভাবে আমরা ডেমোক্রেটিক টান্সজিশন হবে তার একটি সূচনা আমি বলব। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগের সূচনা বলব। কনসেনসাস কমিশন করা হয়েছে, তার সাথে পলিটিক্যাল পার্টির সংলাপ।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আপনারা দেখেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে মোস্ট লাইকলি ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে।’


আরো সংবাদ



premium cement