১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ ফাল্গুন ১৪৩১, ১৬ শাবান ১৪৪৬
`

জাতীয় নির্বাচন অবশ্যই আগে হতে হবে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী - ছবি : সংগৃহীত

স্থানীয় নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচন প্রলম্বিত করলে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হবে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থপতি ইন্সটিটিউটের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেষ ১৭ বছরে অবাধ, সুষ্ঠু এবং সর্বজন গ্রাহ্য যে নির্বাচন সেই নির্বাচনের যে ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে পেয়েছি সেটা তো হওয়ার কথা ছিল না। এজন্য রাজনৈতিক বিজ্ঞানে পলিটিক্যাল সাইন্সে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে যে একতরফা এক ব্যক্তির নির্বাচনের জন্য কিভাবে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে দিনের ভোট রাত্রে হয়েছে। ভোটারদেরকে মাইকিং করে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে, ভোটকেন্দ্রগুলোর সামনে চতুষ্পদ জন্তুর পদচারণ আমরা লক্ষ্য করেছি, এই ধরনের নির্বাচন আমরা দেখেছি বিগত ১৬ থেকে ১৭ বছরে।

রিজভী বলেন, 'শুধু তাই নয় যারা বিরোধীদলের মনোনয়ন পেয়েছেন তাদের মনোনয়ন জমা দেয়ার সময়ও বাধা দেয়া হয়েছে, আর এটি দিয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। কেউ কেউ সেটি জমাও দিতে পারেনি এসব ঘটনা স্থানীয় নির্বাচনের সময়ও হয়েছে জাতীয় নির্বাচনে সময়েও হয়েছে। একতরফা নির্বাচন করার জন্য রাষ্ট্রশক্তি যাদের হাতে থাকে তারা কী ভয়াবহ অত্যাচারের খর্গ এবং বাধার নজির সৃষ্টি করতো প্রতিপক্ষের উপরে সেটি বলে শেষ করা যাবে না। বিরোধীদলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হতো, হামলা করা হতো।


আরো সংবাদ



premium cement