১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে যোগ দিলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস - ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট-২০২৫-এর ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ের ডব্লিউজিএস কনফারেন্স ভেন্যুতে সিএনএনের বেকি অ্যান্ডারসনের সঞ্চালনায় তিনি এতে যোগ দেন।

এর আগে, ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাত দেড়টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী অ্যামিরেটস অ্যায়ারলাইন্সের ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন।’

আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমাদ বেলহুল আল-ফলাসি তাকে স্বাগত জানিয়েছেন। এছাড়া সম্মেলনে অংশ নেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান আল-ফালাসি। তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন।

তারা দু’ দেশের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
গোল করেই যাচ্ছেন বার্কোস রংপুরে আওয়ামী লীগ নেতা মোত্তালেব গ্রেফতার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ছেন মুশফিক-মিরাজরা জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়াসহ গ্রেফতার ৫ রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী চবি শিক্ষককে লাঞ্ছিত ও ধর্ম অবমাননার অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার তিন ঘণ্টা পর খাগড়াছড়ি কারাগারের জেলারকে উদ্ধার, দায়িত্ব হস্তান্তর চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ৩০ টন লোহার স্ক্র্যাপসহ ২৮ দুষ্কৃতিকারী আটক ইসলামী শাসন ব্যবস্থাই জাতিগঠনের একমাত্র পথ : প্রফেসর আসাদুল্লাহ ‘প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তার অপপ্রচার মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে’

সকল