বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে বেতার সহযোগী শক্তি হিসেবে কাজ করছে : প্রধান উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691910_172.jpg)
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের সহযোগী শক্তি হিসেবে বাংলাদেশ বেতার কাজ করছে।
বিশ্ব বেতার দিবস-২০২৫ উপলক্ষ্যে বুধবার দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘আগামী ১৩ ফেব্রুয়ারি ‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ উদযাপিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের শিল্পী, কলাকুশলী, শ্রোতা ও সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ -এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রেডিও ও জলবায়ু পরিবর্তন’। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর ‘ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র’ নামে বাংলাদেশ বেতার যাত্রা শুরু করে। দেশের প্রাচীনতম ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাদেশ বেতার তার প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, দেশের ইতিহাস-ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরাসহ দেশের সার্বিক উন্নয়নে অনবদ্য ভূমিকা রেখে আসছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিসংগ্রামে অনন্য ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধের পুরোটা সময় বাংলাদেশ বেতার মুক্তিযোদ্ধাসহ এদেশের জনগণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছে।
প্রধান উপদেষ্টা ‘বিশ্ব বেতার দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা