১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

যুবকরা হচ্ছে পরিবর্তনের অন্যতম হাতিয়ার : নূরুল ইসলাম বুলবুল

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ছাত্র-জনতা “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য জীবন ও রক্ত দিয়ে জাতিকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব তাদের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে ব্যর্থ হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। এই বিপ্লব ব্যর্থ না করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে হবে।’

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু বক্তৃতা দিয়ে নয় জাতির সামনে শপথ করুন, একটি বৈষম্যমুক্ত, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন। আর এটা যেই রাজনৈতিক দল পারবে না, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বয়কট করতে হবে।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘দেশ ও জাতি গঠনে যুবকেরা উদ্যমী সিদ্ধান্ত নিতে পারে। সমাজের পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। নিজের জীবন ও রক্ত বিলিয়ে দিতে পারে। এই যুব সমাজই পারে একটি আলোকিত সমাজ গঠন করতে। তবে এজন্য তাকে নৈতিকতা ও আদর্শ এবং মানবিক গুণাবলী অধিকারী হতে হবে। একজন মানুষের দায়িত্ব হচ্ছে, সত্য এবং সুন্দরের প্রতিনিধিত্ব করা। এই সুন্দর ও সত্য প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যুবকদেরকে যদি নৈতিক শক্তিতে তৈরি করা না যায়, তবে এই যুব শক্তি সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যুবকরা সমাজ আলোকিত করতে পারে আবার অন্ধকারও করতে পারে। আমাদের যুব শক্তিকে আলোকিত করতে হবে।’

তিনি বলেন, ‘আজকের সমাজ বিপর্যয়ের মুখোমুখি। কারণ আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি যুব সমাজের হাতে গাঁজা তুলে দিয়েছিল। হেরোইন, মদ, নারী আর বেহায়াপনায় যুবকদের রাষ্ট্রীয় মদদে লিপ্ত করা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে আজ আমাদের দেশের কোটি কোটি যুবক বেকার। এই যুবকদের যদি মানব সম্পদে পরিণত করা হতো তাহলে বাংলাদেশ হতো বিশ্বের অন্যতম শক্তিশালী জাতি। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে যুব সমাজকে মানব সম্পদে পরিণত করা হবে, করতে হবেই। এটা রাষ্ট্রের দায়িত্ব।’

বাসুদেবপুর ইউনিয়ন আমির অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে হাতনাবাদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আদর্শ শিক্ষক পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ড. ওবাইদুল্লাহ।

এছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুর রহমান, পৌর আমির গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ বাংলাদেশী নারী ক্রিকেটার সরকারি দফতরের ডেভিলদের আগে ধরতে হবে : মির্জা আব্বাস বরিশালে ট্রলারচালকের লাশ উদ্ধার, গ্রেফতার ৬ অপারেশন ডেভিল হান্ট : নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেফতার ২ জামায়াত আমিরের সাথে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার ট্রেনে হামলা : মুক্তি পেলেন বিএনপির ৪৭ নেতা বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি পরিদর্শন করলেন সেনাপ্রধান কাল থেকে যাত্রা শুরু করছে দেশের নতুন ইকমার্স বেবিচক চেয়ারম্যানের সাথে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি আব্দুল মজিদ খান নাইন মার্ডার মামলায় কারাগারে নিরাপত্তা ঝুঁকিতে সাংবাদিকতা : ইউনেস্কো-নিউজ নেটওয়ার্ক কর্মশালায় বক্তারা

সকল