তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বক্তৃতা দেবেন তারেক রহমান
- অনলাইন প্রতিবেদক
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691617_154.jpg)
তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে কর্মসূচি দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই অবস্থান কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিস্তার তীরবর্তী এলাকার বাসিন্দারা বরাবরই অভিযোগ করছেন, নদীটির অন্তত ১১৫ কিলোমিটার এলাকার প্রায় কোথাও পানি নেই। প্রতিবছর বর্ষায় নদীটির ক্ষতি হয় এক লাখ কোটি টাকার উপর। সম্প্রতি রংপুরে স্থানীয়ভাবে প্রতিবাদ কর্মসূচিতেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়নে সামগ্রিক কার্যক্রম এগিয়ে চলেছে। তিস্তা তীরবর্তী মানুষকে কর্মসূচিকে সম্পৃক্ত করতে দলীয়ভাবে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়। ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে দু’দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন।