০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন : সারজিস

সারজিস আলম - ছবি : সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার গভীর রাতে ওই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি...।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে।


আরো সংবাদ



premium cement
সামনের সপ্তাহে ওয়াশিংটনে জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে : ডোনাল্ড ট্রাম্প আজ থেকে গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ দিল্লিতে গেরুয়া ঝড়, মসনদে ফিরছে বিজেপি ফার্মগেটে ৩টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সিটিটিসি মান্দায় চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত, গ্রেফতার ১ দীর্ঘ ৬ বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম, নীতিমালায় থাকছে না পরিবর্তন বাংলাদেশীকে আটকের পর মারধরে করে ছেড়ে দিলো বিএসএফ আ’লীগের জঞ্জাল মুক্ত না করে নির্বাচন জাতি চায় না : মুজিবুর রহমান ড. ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে : প্রেস সচিব ‘দেশের মাটিতে আর ফ্যসীবাদের উত্থান হতে দেয়া হবে না’ বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন ট্রাম্প

সকল