০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`

পরাধীনতার কারণেই দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে : অধ্যাপক মুজিবুর রহমান

চকবাজার-বংশাল জোন অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, স্বাধীনতার নামে পরাধীনতার কারণেই বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। কোনো স্বাধীন রাষ্ট্র দ্বিতীয়বার স্বাধীনতার জন্য লড়াই করে না। কেবল বাংলাদেশের জনগণকে দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন ও রক্ত দিতে হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত চকবাজার-বংশাল জোন অগ্রসর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কেবল একটি পতাকা পেয়েছি। এই পতাকার মাধ্যমে অর্জিত স্বাধীনতা আওয়ামী লীগ হাইজ্যাক করে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। যার প্রেক্ষিতে পরে যারাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মনসে বসেছে তারাই ভারতের তাবেদারি করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং বংশাল-চকবাজার জোন পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্মিত ভবনে অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, বংশাল-চকবাজার জোনের সহকারী পরিচালক এস এম আহসান উল্লাহ, মহানগরীর মজলিশে শূরা সদস্য মাহবুবুল আলম ভুইয়া, মহানগরী মজলিসে শূরা সদস্য যথাক্রমে চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমান, বংশাল উত্তর থানা আমির মাওলানা বেলাল হোসেন, চকবাজার পশ্চিম থানা আমির আবুল হোসেন রাজন, চকবাজার পূর্ব থানা আমির রফিকুল ইসলামসহ চকবাজার-বংশাল জোনের দায়িত্বশীল নেতারা। এছাড়াও শিক্ষা শিবিরে চকবাজার-বংশাল জোনের অগ্রসর দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করে।


আরো সংবাদ



premium cement
ফাইনালে চ্যালেঞ্জিং পুঁজি চিটাগাংয়ের পিরোজপুরে ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়ল হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক মেয়র আতিক কারাগারে দেশবাসীকে ধৈর্য্য ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমেদের ইমন-নাফের ফিফটি, বড় পুঁজির দিকে চিটাগাং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুক্তসহ ৩ জন কারাগারে রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে : ড. হেলাল উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সহিংস ভাঙচুর প্রতিরোধে সরকারের ভূমিকায় টিআইবি’র ক্ষোভ

সকল