শুধু কংক্রিটেই নয়, ফ্যাসিবাদের চিহ্ন আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে : ফজল আনসারী
- অনলাইন প্রতিবেদক
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690291_142.jpg)
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্ফালনের রেশ ধরে ছাত্র-জনতার ধানমন্ডির ৩২ নম্বরসহ ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের ব্যক্তিগত অবস্থানের জানান দিয়েছেন বিগত স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা সাংবাদিক ও বর্তমানে সিনিয়র সচিব পদমর্যাদায় ম্যাক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কিনা- এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।’
এতে কিছু প্রশ্নের অবতারণা করে মুশফিক লিখেছেন, ‘তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কিভাবে? এই সাহস আসে কোথা থেকে? যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হওয়ার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?’
স্ট্যাটাসে একান্ত ব্যক্তিগত মত হিসেবে উল্লেখ করেন এই রাষ্ট্রদূত।