জনমত নিয়ে দলের নাম ঘোষণা করবে বৈষম্যবিরোধীরা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690130_112.jpg)
নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ বিষয়ে জনগণের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা।
নতুন দলের নাম ও প্রতীক উভয়ই প্রস্তাব করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন দুটি। এতে প্রায় এক লাখ মানুষের মতামত সংগ্রহের কথা জানিয়েছেন তারা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উভয় সংগঠনের নেতারা।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানে অংশগ্রহণ করা দেশের সর্বস্তরের মানুষ ও তরুণদের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রকল্প ধারণ করে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি।
এ সময় তিনি বলেন, এতে রিকশাচালক, দিনমজুর, দোকানদার, গৃহকর্মী, ঝাড়ুদার ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষের সাথে যুক্ত হয়ে মতামত চাওয়া হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও একই কথা জানিয়ে বলেন, আমরা সবার কথা শুনবো। জনসাধারণ দল ও মার্কা ঠিক করবে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা