০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

‘আ’লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?’

বক্তব্য রাখছেন সালাহউদ্দিন আহমেদ - ছবি - নয়া দিগন্ত

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা আওয়ামী লীগকে মাঠে নামতে দিবেন না, তা আমি সমর্থন করি। কিন্তু এভাবে আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন?

‘আপনারা বলছেন যে আওয়ামী লীগকে চাই না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিবেন না। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না। আমরা বলেছিলাম, সংবিধানের ৪৭-এর ধারায় অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করা হোক। সেই নিরীখে, আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের আইন সংস্কারের দাবি জানিয়েছিলাম আমরা ও এ দেশবাসী। অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু হঠাৎ করে কেবিনেটে সে সিদ্ধান্ত পরিবর্তন হলো, কেন?’

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘আঞ্চলিক সম্পাদক পরিষদ’- এর ব্যানারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পদেও আছে। আমরা আপনাকে বলেছিলাম তাদের বাদ দিতে, আপনি তাদের বাদ দেননি। শেখ হাসিনার দোসররা প্রশাসনেও আছে এবং সর্বোচ্চ পর্যায় আছে। আমরা এও বলেছিলাম ফ্যাসিবাদের দোসরদের রেখে আপনি বেশি দূরে এগাতে পারবেন না। তবে আপনি কিছু কিছু শুনেছেন। আপনার সংস্কারের যে ধীরগতি, আপনি যে কী সংস্কার করবেন, তা আমাদের বোধগম্য নয়।

বিচার সংস্কার প্রসঙ্গ তুলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা আমাদের রাতে কোর্ট বসিয়ে গায়েবি মামলায় সাজা দিয়েছেন, তাদের একজনকে কি বাদ দেয়া হয়েছে, একজনেরও কি চাকরি গিয়েছে? একজনেরও কি জবাব নিশ্চিত করা গেছে? না।

তিনি বলেন, ‘আপনারা একদিকে চাইবেন আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না। আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়! পরিষ্কারভাবে বলতে চাই, এদেশের মানুষ, ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। তাদের বিতাড়িত করেছে। আওয়ামী লীগ, আওয়ামী লীগ নামে এদেশে রাজনীতি করতে পারবে না, এ আওয়াজ আমরা উঠাচ্ছি। আওয়ামী লীগ মানবতাবিরোধী রাজনৈতিক সংগঠন হিসেবে তার বিচার দাবি করছি। বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নির্মূল হয়ে যাক। সে ব্যবস্থা সরকার নিতে পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। সুতরাং আপনারা বেশি সময় ক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে তা এদেশের মানুষ মেনে নেবে না।’


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে বাসচাপায় পথচারী নিহত বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন ভিসি ড. জাহাঙ্গীর বান্দরবানে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উত্থানের ধারা অব্যাহত পুঁজিবাজারে পিরোজপুরে অটোরিকশাচাপায় স্কুলশিক্ষার্থী নিহত শেখ মুজিবের পরিবার আগাগোড়া স্বৈরতন্ত্রের অনুসরণ করেছে : দুদু চীনে কারাবন্দী লেখকের স্বাস্থ্য নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ প্রকাশ বিদেশে পলাতক আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রংপুরে জুলাই স্মারকের মোড়ক উন্মোচন গণহত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ গাজা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত সাংবাদিকের পাশে উসমান খাজা

সকল