০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ : বুলবুল

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহর নিদের্শ।’

তিনি বলেন, ‘আল্লাহর ঘোষণা, ‘যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা ঈমানদার আর যারা আল্লাহর পথ ব্যতিত ভিন্ন পথে সংগ্রাম করে, ভিন্ন বিধান কায়েমের চেষ্টা করে তারা ঈমানদার নয়। আল্লাহ আরো বলেছেন, নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে কেন অবস্থান নিচ্ছো না? আল্লাহর সে নিদের্শ পালনেই কাজ করছে জামায়াতে ইসলামী। আমরা নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান নিয়েছি, আন্দোলন করছি। এই আন্দোলনের সুফল পরিপূর্ণ পাওয়া যাবে মানুষ যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হবে, ইসলামের পক্ষে ভোট দিবে।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর পশ্চিম থানা কর্তৃক আয়োজিত ইউনিট দায়িত্বশীলদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। জামায়াতে ইসলামী ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে না। ইসলাম ব্যতিত অন্য কোনো জীবন বিধান আল্লাহর কাছে গ্রহনযোগ্য নয়। যারা নিজস্ব মতবাদ প্রতিষ্ঠায় কাজ করে, তারাই জনগণকে শোষণ করে, করেছে এবং করবে। জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কাজ করে সেজন্য জামায়াতে ইসলামী এদেশের জনগণকে শোষণ করেনি, করবে না। জনগণের খেদমত করাই আমাদের আদর্শ।’ জনগণের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গঠনে তিনি দায়িত্বশীলদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো: সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: শামসুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ, শাহজাহানপুর পশ্চিম থানার সাবেক আমির মো: গিয়াস উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরার সদস্য আবুল কাশেম গাজী প্রমুখ। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
লায়লাকে হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে ১২৫ টন আতপ চাল আমদানি সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফকিরহাটে নারীর লাশ উদ্ধার ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় দাওয়াত সম্প্রসারণ করতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন ওয়াশিংটনে বিমান দুর্ঘটনায় নিহতদের ২৮ জন ফিগার স্কেটিং দলের সদস্য সামুদ্রিক পরিবহন থেকে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে হবে : ইউ অ্যাজেন্সি পরশুরামে যুবলীগ নেতাকে পুলিশে দিল বৈষম্যবিরোধী ছাত্ররা স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা দিলো বিএনপি কৃষক বাবার পক্ষে আহত জুয়েলের চিকিৎসা ব্যয় মেটানো আর সম্ভব হচ্ছে না চীন অগ্রহণযোগ্যভাবে খাল নিয়ন্ত্রণ করছে : পানামাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সকল