ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ফখরুল-খসরু
- অনলাইন প্রতিবেদক
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১০
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দু’ জ্যেষ্ঠ নেতা পৌঁছেছেন।
এছাড়া, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান যাবেন বলে জানিয়েছে বিএনপি।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা