আ.লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে মিডিয়া ও আমলারা : হাসনাত আব্দুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩
আওয়ামী লীগকে পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে ‘মিডিয়া ও আমলারা’। রোববার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ‘বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলারা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে-আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে।’
কিছুটা অভিযোগের সুরে হাসনাত বলেন, ‘আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন- আমাদের এই দায়িত্ব কে দিয়েছে?’
এসব মিডিয়া ও আমলাদের কাছে ইনসাফের আশা বাদ দেয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিলো, জুলুম কায়েম হয়েছিলো, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদেরকে বলবো- আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সরান।’
এ সময় ‘এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট’ বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা