৭ জেলায় আংশিক ও মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির
- অনলাইন প্রতিবেদক
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৮
মেহেরপুরে পূর্ণাঙ্গ, সিরাজগঞ্জে সম্মেলন ও সাত জেলায় আংশিক আহ্বায়ক ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে মেহেরপুর জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি এবং আমিরুল ইসলাম খান আলীমকে আহ্বায়ক করে সিরাজগঞ্জ জেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়া রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামাান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, স্বাচিন প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও মহিউদ্দিন আহমেদকে সদস্য সচিব করে মুন্সিগঞ্জ জেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি, মো: মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং ফজলুল হক মিলনকে আহ্বায়ক করে গাজীপুর জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা