২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১, ২৮ রজব ১৪৪৬
`

সাবেক বিচারপতি মানিক সুস্থ আছেন : কারা কর্তৃপক্ষ

এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক - ফাইল ছবি

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুস্থ আছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়ে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো: জাহাঙ্গীর কবির জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘ডিভিশন’ পেয়েছেন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও জানান মো: জাহাঙ্গীর কবির।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে কারাগারে বন্দী আছেন তিনি।


আরো সংবাদ



premium cement