২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে গতরাতে কী হয়েছিল

গত রাতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ - ছবি : বিবিসি

বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্ঘর্ষ থামাতে গিয়ে তোপের মুখে পড়েছেন বলে জানা যাচ্ছে।

রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায়, হাসানাতকে চারপাশ থেকে ঘিরে ধরেছেন ছাত্ররা। এ সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে। তিনি তাদের চলে যেতে অনুরোধ করছিলেন।

এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একটা ছেলেও আসবা না।’

কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদের মধ্য থেকে হাসানাতকে লক্ষ্য করে অনেকে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দিচ্ছেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন। এ সময়ও তার হাত ধরেছিল অনেকজন ছাত্র।

লাইভ ভিডিওতে ওই সময় সাংবাদিকদের বর্ণনায় জানা যায়, শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে হাসানাত ঘটনাস্থল ত্যাগ করছেন। টিয়ারশেলের ধোঁয়ায় সে সময় ঠিকমত চোখ খুলতে পারছিলেন না তিনি।

সকাল থেকে এ বিষয়ে কথা বলতে হাসানাতের সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে বিবিসি। তবে প্রতিবারই তার মোবাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement