২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে মার্কিন তহবিল স্থগিত করা হয়নি : তৌহিদ

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন - ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য কমানোর সিদ্ধান্তকে ‘প্রত্যাশিত’ উল্লেথ করে বলেছেন, ইউএসএআইডি’র সাহায্য সাময়িক স্থগিতকরণ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়।

মার্কিন বৈশ্বিক সাহায্য-সহযোগিতা সম্পর্কিত ট্রাম্পের নির্বাহী আদেশ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এটি কোনো বিশেষ দেশের জন্য নির্দিষ্ট নয়।’

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশে সহায়তা কর্মসূচি পর্যালোচনার জন্য মার্কিন সাহায্য সকল দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কোনো নির্দিষ্ট দেশ এই সিদ্ধান্তের লক্ষ্য নয়।

আদেশ জারির পর, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলমান সকল প্রকল্প ও কর্মসূচির জন্য তাৎক্ষণিকভাবে তহবিল স্থগিত করার নির্দেশনা দিয়েছে। তবে, বাংলাদেশ সরকারকে এখনো আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়নি।

বাংলাদেশে মার্কিন সহায়তা স্থগিত করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তৌহিদ বলেন, ‘আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না, কারণ আমি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে, ইতোমধ্যে গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।’

তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত। তিনি (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) নির্বাচনের আগেই বলেছিলেন যে তিনি এই বিষয়গুলো পর্যালোচনা করবেন। তারা পুনর্বিবেচনার জন্য সময় নিয়েছেন, তারা এটাই বলেছিলেন। ধারণা করা যেতে পারে, এই ধরনের তহবিল হ্রাস পাবে; এটি এমন একটি বিষয় যা নিয়ে সকলেই উদ্বিগ্ন।’

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বার্ষিক তহবিলের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তৌহিদ বলেন, ‘আমরা একটি নতুন বাস্তবতায় প্রবেশ করছি এবং এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়।’

উপদেষ্টা বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট এমন নীতি চালু করেছেন যা তার পূর্বসূরিদের নীতি থেকে উল্লেযোগ্যভাবে ভিন্ন।

তিনি আরো বলেন, ‘আমাদের চূড়ান্ত ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হবে এবং সে অনুযায়ী মানিয়ে নিতে হবে। নতুন চ্যালেঞ্জ দেখা দিলে আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় কৌশলগতভাবে কাজ করতে হবে।’

এদিকে ইউএসএইড বাংলাদেশ অফিসের পরিচালক রিচার্ড অ্যারন আজ ইউএসএআইডির সাথে চুক্তিবদ্ধ সকল স্থানীয় উন্নয়ন সংস্থাকে অবিলম্বে তাদের ব্যয় বন্ধ করার নির্দেশ সম্বলিত একটি নির্দেশনা জারি করেছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের সাত কলেজের শিক্ষার্থীদের বারবার যে কারণে রাস্তায় নামতে হয়েছে সড়ক দুর্ঘটনায় আহত ২ আত্মীয়কে হাসপাতালে রেখে ফেরার পথে নিজেই নিহত যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

সকল