২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

বিআইডব্লিউটিএ উচ্ছেদের নামে দরিদ্র মানুষের উপর জুলুম করেছে : ড. মঈন খান

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান - ছবি : নয়া দিগন্ত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিআইডব্লিউটিএ উচ্ছেদের নামে দরিদ্র মানুষের উপর জুলুম করেছে। এ ঘটনা দেশের জন্য কলঙ্কজনক।

রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ’র) অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মঈন খান বলেন, বিআইডব্লিউটিএ ঘোড়াশাল-পলাশে দরিদ্র মানুষের জীবিকা ধ্বংস করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এটি কোনো আইনের মধ্যে পড়ে না। দরিদ্র মানুষের উপর এমন শোষণ-অত্যাচার কোনো সভ্য দেশের আইন হতে পারে না।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে বলতে বাধ্য হয়েছি, বিআইডব্লিউটিএ গত ১৫ বছরে বাংলাদেশের জলাভূমি থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে। আজ তারা ঘোড়াশালে গরীব মানুষের উপর আইন দেখিয়ে উচ্ছেদ করেছে।

বিআইডব্লিউটিএর দুর্নীতি সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে উল্লেখ করে বিএনপির এই সাবেক মন্ত্রী বলেন, গরীব মানুষের কাছ থেকে ঘুষ না পেয়ে উচ্ছেদ অভিযানের নামে জুলুম করেছে। আজকে গরীবরা তাদেরকে ঘুষ দিলে বুলডোজার ফিরিয়ে নিয়ে যেত।

বিআইডব্লিওকে উদ্দেশ্য করে বলেন, এ অঞ্চলের উচ্ছেদের নামে জনমানুষের উপর অত্যাচার করে বর্তমানের তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা মানুষের মনে স্থাপন করতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানুষদের প্রতি অত্যাচার করা হয়। আজকে ৮০০ গরীবের স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে, যেখানে তাদের উপর প্রায় ১০ হাজার মানুষ নির্ভর করে।

তিনি বলেন, স্থানীয় জেলা প্রশাসনকে এড়িয়ে গিয়ে ঢাকা থেকে দুর্নীতিগ্রস্ত প্রশাসন দিয়ে স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে গরীবের পেটে লাথি মেরেছে, তাদের সৎপথে বেঁচে থাকার রাস্তা বন্ধ করে দিয়েছে। এর আগে বিআইডব্লিউটিএ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে দিনব্যাপী অভিযান চালায়। অভিযানে প্রায় ৩০০টি দোকান উচ্ছেদ করা হয়।


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল