২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে হামলার ঘটনায় নিন্দা-প্রতিবাদ খেলাফত মজলিসের

ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে হামলার ঘটনায় নিন্দা-প্রতিবাদ খেলাফত মজলিসের - ছবি : সংগৃহীত

শাহবাগে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের মিছিলে পুলিশের হামলা ও আন্দলনরত শিক্ষকদের আহতের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

রোববার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, ইবতেদায়ী মাদরাসা ও শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে অনেক আগ থেকেই আন্দোলন করে আসছিলেন তারা। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মরকলিপি প্রদান করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশ শিক্ষকদের সাথে যে আচরণ করেছে তা অত্যন্ত গর্হিত ও নিন্দনীয়। শিক্ষকদের উপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশ শিক্ষকদের সাথে সহনীয় আচরণ করে তাদের বক্তব্য সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতে পারতো তা না করে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, জলকামান নিক্ষেপ, লাঠিপেটা করে আহত করা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি মাদরাসা ও মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement