মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খুবই যৌক্তিক : এ্যানী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১৭:০১
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খুবই যৌক্তিক। দেশের মানুষও তাই চায়। সাধারণ মানুষ যার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, আন্দোলন করছে।
আজ রোববার জেলা শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এ্যানী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছে। তারা বিভিন্নভাবে দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছে। পলাতক ফ্যাসিবাদের জন্য সুযোগ হয়ে যেতে পারে এমন কার্যক্রম বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শক্তির লক্ষ্য হউক একটা সুন্দর বাংলাদেশ গড়া। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। যিনি সরকারে আছেন। যারা সরকারের বাইরে আছেন। সবার মধ্যে নির্বাচনকে নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। যেটা এই দেশের মানুষের দীর্ঘদিনের ডিমান্ড বা প্রত্যাশা। এইখানে বির্তক করার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যেন বাংলাদেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করতে না পারে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মাহাবুব আলম মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দিদার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন প্রমুখ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ও বিজয়ীয় মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষ থেকে কলম উপহার দেয়া হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা