২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

‘সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে’

- ছবি : সংগৃহীত

সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে মন্তব্য করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে।’

তিনি বলেছেন, ‘সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র, তরুণ ও যুব সমাজকে বিপদগামী করেছে। কারণ এই যুব সমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে উঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপাত্য বিস্তার করতে পারবে না। কেবল ভারতীয় আধিপাত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেয়া হয়েছে।’

রোববার (২৬ জানুয়ারি) সকালে তা’মীরুল মিল্লাত কামিল মাদরার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘নতুন বাংলাদেশ পরিচালনা দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া হলে, এদেশকে নেতৃত্ব দেয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুব সমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার উপদেষ্টা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সঙ্কট নেতৃত্বের সঙ্কট, সততার সঙ্কট, যোগ্যতার সঙ্কট। এই সঙ্কট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা থেকে সৎ যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতারা করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।’

নতুন বাংলাদেশ বিনির্মানে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষিয়ান আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের এক ঝাঁক সাবেক স্কলার যথাক্রমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, গভেনিং বডির সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ, স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ প্রমুখ।

ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ ছাত্র, শিক্ষক, অভিভাবকদের পদচরনায় মুখরিত ছিল তা’মিরুল মিল্লাত মেইন ক্যাম্পাস ময়দান। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘সে আমারে দুই সন্তান আর তার নতুন কবর উপহার দিয়ে গেল’ প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি কলোম্বিয়ার কঙ্গোতে সকল বাংলাদেশী শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন : আইএসপিআর জামিন পেলেন পরীমণি হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ইয়েহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরাইলের রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক

সকল