২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১, ২৪ রজব ১৪৪৬
`

লন্ডনে হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

- ছবি : সংগৃহীত

লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা এখনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি চলছে, সে ব্যাপারে লন্ডন ক্লিনিক ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিক্যাল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।

জাহিদ হোসেন জানান, লন্ডনের কিংস কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে দেখে গেছেন।

তিনি বলেন, চিকিৎসকরা দু’টি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ফল এলে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়া হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে যেতে পারেন।

জাহিদ হোসেন বলেন, ‘বড় ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে তিনি (খালেদা জিয়া) প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি তিনি লন্ডন যান। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে সেখানকার বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিক’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন ছিলেন।


আরো সংবাদ



premium cement
লোহাগাড়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার তালেবান নেতাদের প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর কঠোর হুঁশিয়ারি পেমেন্ট ইস্যুতে গরম রাজশাহী, ম্যাচ বয়কট বিদেশীদের মুন্সিগঞ্জে তিন ফসলি জমির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন সালাহর শত গোলের মাইলফলকে জয় পেল লিভারপুল করদাতারা সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন স্ত্রীসহ সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হকের বিরূদ্ধে দুদকের মামলা গাজাবাসীকে মিসর ও জর্দানে সরিয়ে নেয়ার প্রস্তাব ট্রাম্পের কে এম সফিউল্লাহর ইন্তেকালে প্রধান উপদেষ্টার শোক ছাগলকাণ্ড : মতিউরের স্ত্রী কানিজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১০

সকল