২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ষড়যন্ত্র করে জামায়াত ও শিবিরকে শেষ করা যাবে না : মাওলানা রফিকুল ইসলাম খান

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমি বাস্তবতা থেকে দেখেছি জামায়াত ও ছাত্র-শিবিরের সাথে যারাই লাগতে এসেছে ইতিহাসের ভয়াবহ আস্তাকুঁড়ে তারাই নিক্ষিপ্ত হয়েছে। অনেককে জামায়াত ও শিবিরের সাথে বিরোধীতা করতে গিয়ে ভয়াবহ পরিণতির শিকার হতে দেখেছি। জুলুম নির্যাতন মোকাবেলা করে সঠিক ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সব সময়ে আমরা মহান আল্লাহর সাহায্য পেয়েছি। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকল ধরনের ষড়যন্ত্র চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র মিথ্যাচার করে জামায়াত-শিবিরকে আর শেষ করা যাবে না। সকল রাজনৈতিক দলের নেতারা এ কথা এক বাক্যে স্বীকার করেন নিজামী সাহেবের মতো পরিচ্ছন্ন রাজনীতিবিদ বাংলাদেশে আর কেউ ছিলেন না। তারপরও তাকে ফাঁসি দিয়ে শহীদ করা হয়েছে। উদ্দেশ্য ছিল জামায়াতের নেতৃত্ব শেষ করার মাধ্যমে পুরো সংগঠনকে শেষ করে দেয়া যাবে। কিন্তু না তা হয়নি বরং জামায়াতে ইসলামী বর্তমান বাংলাদেশে সবচেয়ে সু-শৃঙ্খল ও সুগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থার প্রতীক হিসেবে আজ দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ।’

আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলে এই বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার-বংশাল জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলাওয়ার হোসেন।

বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস.এম. আহসান উল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভুঁইয়া, কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলান বিলাল হুসাইন, আবুল হোসেন রাজন, মো: রফিকুল ইসলামসহ অত্র জোনের বিভিন্ন থানা সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্যরা।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে কিছুদিন আগেও যারা জুলুম চালিয়েছে তারা আজ অন্ধকারে পালিয়ে গেছে। তাদেরকে কেউ পালাতে বাধ্য করেনি তবুও ফ্যাসিবাদের সেসব দোসরেরা ক্ষমতাধর দাবি করা ব্যক্তিরা পালিয়ে গেছে। সূর্যের আলোতে এখন আর তাদের খুঁজেও পায় না দেশের মানুষ। যারা বিদেশের মাটিতেও বাড়ি-ঘর তৈরি করেছে তারাও আজ সেখানে থাকে না জনগণের ভয়ে লজ্জায়। দুনিয়ায় এসব রাজনীতি করে তাহলে তাদের কী লাভ হয়েছে! যুগে যুগে যারাই জনগণের উপরে জুলুম করেছে তাদের শেষ পরিণতি খুবই লজ্জাজনক হয়েছে এটাই বাস্তব।’

তিনি বলেন, ‘যে ট্রাইবুন্যালে জামায়াত নেতাদের ফাঁসির রায় দেয়া হয়েছে ভাগ্যের কী নির্মম পরিহাস আজ সেই ট্রাইবুন্যালেই আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের সম্মুখীন হতে হয়েছে। মূলত আওয়ামী লীগ ও পাশের দেশ এদেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র পাকাপোক্ত করতেই জামায়াত নেতাদের ফাঁসির রায় দিয়েছিল। শুধু তাই নয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত শীর্ষ নেতাদের উপরে জুলুম চালিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল আওয়ামী লীগ। তখন সাঁজানো স্বাক্ষী এনে প্রহসনের রায় দিয়ে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখেছে জনগণ। আশ্চর্য বিষয় হচ্ছে, বিচারের রায় অন্য স্থান থেকে লিখে নিয়ে এসে তা কার্যকর করা ছিল, যা ইতিহাসের ভয়াবহ নিষ্ঠুরতা। আজকের আয়োজন থেকে অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চায়, যারাই এসব জুলুম অন্যায়ের সাথে জড়িত ছিল, যারাই ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা বাংলাদেশে থাকুক কিংবা বিদেশে থাকুক তাদেরকে দ্রুত গ্রেফতার করে নিয়ে এসে ট্রাইবুন্যালে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।’

সভাপতির বক্তব্যে দেলাওয়ার হোসেন বলেন, ‘যুব সমাজের মাঝে আমাদের আহ্বান বেশি বেশি পৌঁছে দিতে হবে। বাংলাদেশে নতুন স্বাধীনতা পরবর্তী এই সময়ে আমরা যে আয়োজন করতে পারছি এর জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই উম্মুক্ত পরিবেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আগামীতে এই বাংলাদেশের সামগ্রীক পরিবর্তনে আমাদের প্রত্যেককে ভূমিকা পালন করতে হবে। সেই প্রত্যয় প্রেরণা নিয়ে এদেশের প্রত্যেক মুসলিম যুবককে কোরআনের সমাজ বিনির্মাণে ভূমিকা পালনের আহ্বান করছি। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল