২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে : অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‘আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তি এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাহলেই দ্বীনের বিজয় অপরিহার্য হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘জীবন একটি যুদ্ধের নাম। তাই জীবনযুদ্ধে জয়ী এবং আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকলকে বিরামহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তার পথে জান ও মাল দিয়ে যুদ্ধ করার নির্দেশ প্রদান করেছেন। বিনিময়ে তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। মূলত, এই যুদ্ধ থেকে কোনো মোমিনের পক্ষে বিশ্রাম নেয়ার সুযোগ নেই।’

আজ শুক্রবার সকাল ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এ সময় বিষয়ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান।

শিক্ষাশিবিরে মহানগরী মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, ডা. শফিউর রহমান, আব্দুল আউয়াল আজম ও মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ইসলাম শুধু কোনো ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই মানবজীবনের সকল ক্ষেত্রেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মূলত, মোমিনের দায়িত্বই হলো দ্বীনের পথে নির বিচ্ছিন্নভাবেই লড়াই করা। কাফিররা তো প্রতিনিয়তই আগুনের পথে লড়াই করবে। মূলত দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন। তাই এক্ষেত্রে কারো পক্ষেই নিরব বা উদাসীন থাকার সুযোগ নেই।’ তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাগুতের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানান।

থানা প্রচার-মিডিয়া ও আইটি সম্পাদকদের শিক্ষা কর্মশালা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া এবং আইটি বিভাগের যৌথ উদ্যোগে শিক্ষা কর্মশালা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে স্থানীয় আল ফালাহ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়।

এতে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান, মহানগরীর আইটি সেক্রেটারি শাহ আলম তুহিন, এনএনবিডির নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আবির হাসান, কলামিস্ট সৈয়দ মাসুদ মোস্তফা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগরী প্রচার সেলের সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।

হাতিরঝিলে কর্মী সম্মেলন
হাতিরঝিল পশ্চিম থানার বড় মগবাজার দক্ষিণ ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি আব্দুল বাসিরের সভাপতিত্বে এবং সেক্রেটারি আল আমিনের পরিচালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা নায়েবে আমির নূরুল ইসলাম আকন্দ।

এ সময় ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি খায়রুল ইসলাম ও জামায়াত নেতা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সাঘাটায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে হামলা ইসরাইলি হামলা ছাড়াই ইরান সংকটের সমাধানের পক্ষে ট্রাম্প তালেবানের সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন সাংবাদিক হাদিকুর রহমান হাদিস আর নেই টাকার জন্য ভ্যাট-শুল্ক বৃদ্ধি, অপরদিকে রাজস্ব খাতে খরচ কেন বাড়াচ্ছে সরকার? ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার প্রচেষ্টাকে মেনে নিবে না জনগণ : ডা: তাহের শুক্রবার সূরা কাহাফ কেন পড়বেন অবাধ স্বাধীনতা পাওয়ার জন্যই বাবাকে হত্যা অস্ট্রেলিয়ায় ক্যাপ্টেন কুকের ভাস্কর্য ভাঙচুর ভাষাসৈনিক আশরাফ হোসেন বড়দা আর নেই বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’ জারি

সকল