২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

একাত্তরে আ’লীগ মানুষকে বন্দুকের মুখে রেখে পালিয়েছিল, চব্বিশেও তাই করেছে : মঈন খান

ড. আব্দুল মঈন খান। - ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল, ইনশা আল্লাহ পুনরায় বাংলাদেশে সে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নতুন কিছু নয়, তারা বাধ্য হয়েছে। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে পাকা হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে যেভাবে পালিয়ে গেছিল, ২০২৪ সালে সেভাবে পালিয়েছে।’

আজ বুধবার দুপুরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, এই পরিস্থিতিতে একটি সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের সরকার। আমরা বিশ্বাস করি, তাদের ওপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সেটি হচ্ছে দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওপরে দেশের ১৮ কোটি মানুষের ম্যান্ডেট। আমরা বিএনপি সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে এই প্রত্যাশা ১৮ কোটি মানুষের। আমরা ইনশা আল্লাহ পুনরায় বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করব, যেই গণতন্ত্রের জন্য বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।

গত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে। কিন্তু তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি ছিল না। তারা ১৯৭১ সালে কাপুরুষের মত পালিয়েছিল, পরবর্তীতে সংসদের ভেতরে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল গঠন করেছিল আর গত ১৫ বছরে এই দেশে অলিখিত বাকশাল কায়েম করেছিল।


আরো সংবাদ



premium cement
সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তি বাতিল সাভারে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাকারী সেই আ’লীগ নেতা ৭ দিনের রিমান্ডে রংপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে চারদিনব্যাপী পিঠামেলা শুরু ঢাবিতে সেই ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলেই আইনি ব্যবস্থা সাভারে অটোরিকশাচালক শওকত আলী হত্যার রহস্য উদঘাটন ২০২৪ সালে ব্রাজিলে দাবানলে ইতালির সমান যায়গা পুড়ে গেছে স্ত্রীর করা মামলায় নবাবগঞ্জ আওয়ামী লীগ নেতা পাবেল গ্রেফতার যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত আনছে ভারত কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমের পিতার ইন্তেকাল

সকল