জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনে অবিচল থাকাই ঈমানের দাবি : ড. মুহাম্মদ রেজাউল করিম
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৬, আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জীবনের কোনো পর্যায়েই কারো পক্ষেই ইসলামী আন্দোলন থেকে অব্যহতি নেয়ার সুযোগ নেই বরং জীবনের শেষ দিন পর্যন্ত এই আন্দোলনে অবিচল থাকায় ঈমানের বড় দাবি। তিনি দ্বীন প্রতিষ্ঠাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করার জন্য ছাত্র-আন্দোলনের সাবেকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন ইতিহাসের ধারাবাহিকতা। তাই সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে মনের মধ্যে ভয়ভীতি সবচেয়ে বড় প্রতিবন্ধক। জেল-জুলুম এবং দুনিয়াবি ক্ষয়ক্ষতির কথা ভেবে আমরা আন্দোলনে নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে সংগঠনের সাথে আমাদের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।‘
আজ রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াত আয়োজিত সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদপুর মধ্য থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন ও মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়াই মনুষত্ব দিয়ে মানুষ বানিয়েছেন। কিন্তু অন্য প্রাণীকে তা দেয়া হয়নি। অথচ মানুষকে অন্য প্রাণীর তুলনায় খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মূলত, বুদ্ধি-বিবেকের দিক থেকেই মানুষ সৃষ্টির সেরা এবং অন্য প্রাণীর চেয়ে আলাদা। এই বুদ্ধিমত্তা দিয়েই মানুষ পৃথিবীর সবকিছুর নিয়ন্ত্রণ ও পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমাদের পক্ষে কোনো অবস্থায় আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ নেই।‘ তিনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব মেনে নিয়ে সকলকে আত্মগঠনে মনোনিবেশ করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আল্লাহ তা’য়ালা আমাদেরকে শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তাই তার আদেশ পালনে আমাদের বিবেককে সব সময় সক্রিয় ও জাগ্রত রাখতে হবে। কারণ, মানুষের সাফল্য-ব্যর্থতার মানদণ্ডই হচ্ছে বিবেক এবং আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি।‘
পল্লবী অঞ্চলে ওয়ার্ড সভাপতি শিক্ষা বৈঠক
পল্লবী জোন জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডঃ মুহাম্মদ রেজাউল করিম।
জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে এবং পল্লবী থানা দক্ষিণের আমির আশরাফুল আলমের সঞ্চালনায় বৈঠকে পল্লবী থানা উত্তরের আমির মাওলানা মুহাম্মদ সাইফুল কাদের, রুপনগর থানার আমির আবু হানিফ ও পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা