২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী - ছবি : নয়া দিগন্ত

রাজনৈতিক মননশীলতায় উচ্চ পর্যায়ের নিতে নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বই পড়ার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা একজন বিএনপির সদস্যকে কিভাবে দেখতে চাই, কোন মানুষগুলো এখানে আসবে? এসব তুলো ধরা দরকার।

সোমবার গুলশান কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্য পদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত তারেক রহমান।

রিজভী বলেন, জিয়াউর রহমানের ইন্টিগ্রিটি (সততা, সঠিক আচরণ ও নৈতিকতা) বিষয়গুলো বেশি বেশি তুলে ধরা দরকার। এগুলো যখন একজন কর্মী জানবেন, তার গর্বে বুক ভরে উঠবে।

একজন আমলার কথা তুলে ধরে রিজভী বলেন, জিয়াউর রহমানকে যখনই দেখেছি, বই পড়তে দেখেছি। উনি কোথাও সফরে গেলে বই পড়তে পড়তে যেতেন। তাকে সব ক্ষেত্রে বই পড়তে দেখেছি। কত উচ্চ মনের মানুষ হলে, রাজনৈতিক মননশীলতার উচ্চ পর্যায়ের নিতে বই পড়ার বিকল্প নেই। উনি সেটাই ভাবতেন।

জিয়ার রহমানের সততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উনার (জিয়াউর রহমানের) ছোট ভাই পর্যটন করপোরেশনে চাকরি করতেন, এই বিভাগের চেয়ারম্যান তার ভাইকে ডাবল দিয়ে প্রমোশন দিয়েছিল, এটি জিয়াউর রহমান জানার পর পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বলেন, চেনেন? যাকে ডাবল প্রমোশন দিয়েছেন।

চেয়ারম্যান বলেন, জানি, উনি রাষ্ট্রপতির ভাই। তাই দিয়েছি। তখনি, জিয়াউর রহমান বলেছিলেন, এখনি প্রমোশন বাতিল করো।

হুমায়ুন আহমেদ লেখা তুলে ধরে তিনি বলেন, লেখক লিখেছেন, ‘জিয়াউর রহমান খুব সাদা-সিধে জীবন-যাপন করতেন, খেতেন সাদা-সিধে খাবার।’

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের যত গভীরে ঢুকবো, তত আমাদের মন-মনন উচ্চ পর্যায়ে নিয়ে যাবে।


আরো সংবাদ



premium cement
ট্রাম্পের অভিষেকের দিনের সূচি প্রকাশ বাংলাদেশের সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে : আইএসপিআর স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না : ইশরাক আলোচনার মাধ্যমে ভারতের সাথে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী? ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানালেন বাইডেন মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মেয়াদ বেড়েছে ৬ সংস্কার কমিশনের সেন্ট জন গীর্জায় পৌঁছেছেন ট্রাম্প ও তার পরিবার যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা কলুষিত নির্বাচন, নির্বাচনী বিরোধ ও অপরাধ

সকল