২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে আমিরে জামায়াতের শোক

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও জাতীয় সংসদের সাবেক সদস্য হাফেজা আসমা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার রাত পৌনে ৩টায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, হাফেজা আসমা খাতুন দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে এ পবিত্র জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন। বাংলাদেশের প্রায় প্রতিটি জনপদে দ্বীনের একজন দাঈ হিসেবে তার বিরামহীন পথচলা এদেশের নারী সমাজকে মহান আল্লাহর দ্বীনের ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এবং তাদেরকে দ্বীন-ইসলাম জানা ও মানার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করেছে। সর্বোপরি ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের অন্তরকে আকৃষ্ট করেছে। তার কাজ, তার দাওয়াহ যুগ-যুগ ধরে নারী সমাজকে আল্লাহ তা‘আলার দ্বীনের দিকে আকৃষ্ট করতে থাকবে।

তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার মানবিক ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করুন। তার উপর রহম করুন, তার এই নতুন সফরে তার রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন। তাঁর খেদমতগুলোকে কবুল করে এর উপর পরিপূর্ণ বারাকাহ দান করুন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement