২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

মেগা প্রজেক্টের নামে আ’লীগ সরকার নদী ও খাল ভরাট করেছে : রিজভী

- ছবি : নয়া দিগন্ত

মেগা প্রজেক্টের নামে পতিত আওয়ামী লীগ সরকার নদী ও খাল ভরাট করেছে। স্বৈরাচাররা কখনো মানুষের কল্যাণে কাজ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্ত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নিমগাছ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। যখন আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যেতাম তখন হামলার ভয়ে গাড়ির কাচ তুলে দিতাম, যাতে কেউ না দেখে।’

তিনি বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে কথা বলছি এটা কত আনন্দের, উচ্ছ্বাসের এটা বলার অপেক্ষা রাখে না।’

রিজভী আরো বলেন, যে উদ্দেশ্য নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ শুরু করেছে আমি মনে করি তার বেশিভাগই সফল হয়েছে। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ফাউন্ডেশনের লোকজন অলিগলিতে মশা নিধনে কাজ করেছে, ওষুধ ছিটিয়েছে। এছাড়া বন্যা, ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও ড্যাব নেতা শাহ মো: আমান উল্লাহ বলেন, ‘এই ফাউন্ডেশন অরাজনৈতিকভাবে কাজ করে। সারাদেশে বিভিন্ন সামাজিক কাজ এই ফাউন্ডেশন করে থাকে। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান নিজে এটার তদারকি করে থাকেন।’

এ সময় ঢাবি শিক্ষক মোর্শেদ হাসান খান, ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মো: নুরুল ইসলাম, চেয়ারপারসন উপদেষ্টা ও নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ফরহাদ হালিম ডোনার, সদস্য আমান উল্লাহ, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের নবাবগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার

সকল