২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত নির্বাচন চান খন্দকার মোশাররফ

আলোচনা সভায় বক্তব্য রাখছেন খন্দকার ড মোশাররফ হোসেন - ছবি : নয়া দিগন্ত

‘সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত একটি নির্বাচন দেন' এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ড মোশাররফ হোসেন।

আজ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ মিলন অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ-ড্যাবের উদ্যোগে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

ড. মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এটি দেশে-বিদেশে অনেকের পছন্দ হয়নি। এরপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমনি কি হত্যার পর তার লাশ পাহাড়ে লুকিয়ে রেখেছিল হত্যাকারীরা। তার প্রতি কী পরিমাণ ভালোবাসা ছিল সেনাবাহিনীরা লাশ খুঁজে ঢাকায় এনেছিল। তার জানাজায় কী পরিমাণ লোক হয়েছিল সেটা সবার জানা।’

তিনি জানান, ‘আমাদের নেতাকর্মীদের গুম-খুন ও হত্যা, গ্রেফতার, হয়রানি করেও বিএনপিকে দুর্বল করতে পারেনি ফ্যাসিস্ট সরকার।’

তিনি ন, ‘গণআন্দোলনের ফসল এই অন্তর্বতী সরকার। এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তারা যদি সম্মান নিয়ে ফিরতে চায় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘সংস্কার কিন্তু দিন তারিখ ঠিক করে হয় না, এটা চলমান প্রক্রিয়া। সংস্কারের মধ্যে এ সরকার যে কাজগুলো শেষ করতে পারবে না, সেটি পরবর্তী সরকার করবে।’

জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘তিনি কোনোদিন দুর্নীতি করেননি। এ সময় তিনি জিয়ার জীবনী, শাসন ব্যবস্থা এবং কর্মকাণ্ড তুলে ধরেন।

উল্লেখ্য, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো: মেহেদী হাসান এবং যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, মহাসচিব ডা. মো: আবদুস সালাম, ড্যাবের উপদেষ্টা ডা. শহীদুর রহমান, সহ-সভাপতি ডা. রেজোয়ানুর রহমান সোহেল, ডা. গোলাম সারওয়ার, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. ফারুক কাশেম, দফতর সম্পাদক ডা. মো: ফখরুজ্জামান ফখরুল, ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. কামরুল হাসান, ভাইস প্রিন্সিপাল ডা. ফারুক আহমেদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

সকল