২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

হাসপাতালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর - ছবি : সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর একটি হাসপাতালে হাসপাতালে নেয়া হয়েছে।

লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাতে নিজ বাসায় নেতাকর্মীদের মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন তিনি। পরে দ্রুত অ্যাম্বুলেন্স খবর দিয়ে তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে সব মামলা থেকে খালাস পাওয়ায় গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত ১৪ জানুয়ারি চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় করা মামলার সাজা থেকে খালাস পান বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন। ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের করা আপিলের ওপর শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


আরো সংবাদ



premium cement