২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের

-

রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের একজন ডাক্তারসহ পাঁচ হাসপাতাল কর্মী গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকুল ইসলাম।

আজ রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে ড্যাব সভাপতি ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো: আব্দুস সালাম এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে গভীর উদ্বেগের সাথে তারা বলেন, আজ ঢাকার সিএমএম আদালত ডেল্টা হেলথ কেয়ারের চিকিৎসকসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

নেতৃদ্বয় বলেন, নিরপরাধ চিকিৎসককে কারাগারে পাঠানোর ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসকদের বিপ্লবী ভূমিকাকে অস্বীকার করার শামিল। এদেশের চিকিৎসকদের একটি বড় অংশ জুলাই বিপ্লবে সরাসরি রাজপথে অবস্থান করেছিলেন। আহতদের চিকিৎসা সেবা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছেন। ‘চিকিৎসকদের গৌরবগাঁথাকে ম্লান করে’ এমন সব পদক্ষেপের বিরুদ্ধে ড্যাব সর্বদা স্বোচ্ছার থাকবে। নেতৃদ্বয় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসকসহ কারারুদ্ধ ৫ ব্যক্তির নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম বিবৃতিতে বলেন, সম্প্রতি জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে ইসমাইলের মাথার একটা অংশ থেতলে গিয়েছিল। সেই অবস্থায় চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেন। অথচ সেই চিকিৎসককে আজ হত্যা মামলার আসামি করা হয় যা অত্যন্ত দুঃখজনক। পুলিশ গুলি করে ইসমাইলের মাথার খুলি উড়িয়ে দিলেও পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এভাবে চিকিৎসককে হয়রানি যেন অতীতের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনেরই প্রতিচ্ছবি। কোনো ধরনের তদন্ত ছাড়াই চিকিৎসকদের এমন হয়রানি কোনো ভয়ংকর ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখা জরুরি। এভাবে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের বিরুদ্ধে চলমান তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে একটি বড় প্রশ্ন থেকেই যায়।

ডা. রফিক চিকিৎসক হয়রানির এ ঘটনা তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে চিকিৎসকসহ অন্য চারজনের নি:শর্ত মুক্তি দাবি করেন তিনি।


আরো সংবাদ



premium cement