ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার : অধ্যাপক হারুন অর রশিদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৫
ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে রমনা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৩ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। একমাত্র আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’
প্রধান অতিথি বলেন, ‘শোষণ, বঞ্চনামুক্ত একটা সমাজ কায়েমের আন্দোলন করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এদেশের শ্রমিক সমাজকে নিয়ে মায়া, মমতা ও ভালোবাসায় সমৃদ্ধ একটা সুন্দর সমাজ কায়েমই আমাদের মূল উদ্দেশ্য।’
ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কবির হোসেন পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুল হক, হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ রিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি গোলাম সরোয়ার, ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ডা. মো. সুলতান মাহমুদ প্রমুখ।
সম্মেলনে কমিটি গঠন করা হয়। উপস্থিত চার শতাধিক রিকশা শ্রমিকদের মাঝে কম্বল, জ্যাকেট বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা