১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার : অধ্যাপক হারুন অর রশিদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ - ছবি : নয়া দিগন্ত

ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন নিশ্চিত করবে শ্রমিকদের অধিকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে রমনা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‌‌‘স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৩ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। একমাত্র আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’

প্রধান অতিথি বলেন, ‘শোষণ, বঞ্চনামুক্ত একটা সমাজ কায়েমের আন্দোলন করছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। এদেশের শ্রমিক সমাজকে নিয়ে মায়া, মমতা ও ভালোবাসায় সমৃদ্ধ একটা সুন্দর সমাজ কায়েমই আমাদের মূল উদ্দেশ্য।’

ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: কবির হোসেন পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা মহিবুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার।

বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুল হক, হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ রিকশা শ্রমিক ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের সভাপতি গোলাম সরোয়ার, ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ডা. মো. সুলতান মাহমুদ প্রমুখ।

সম্মেলনে কমিটি গঠন করা হয়। উপস্থিত চার শতাধিক রিকশা শ্রমিকদের মাঝে কম্বল, জ্যাকেট বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
নির্বাচন হলেই সঙ্কট কেটে যাবে : ফখরুল সাভারে বাংলাদেশ বেতারে টেন্ডার জমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বগুড়ায় চরাঞ্চলে যুবদলের শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪৭২৩ কোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল দাবিতে মানববন্ধন আমরা এখনো শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠন করতে পারিনি : মাসুদ হোসেন কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় মারধরে নারী নিহত, গ্রেফতার ১ কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে : চিফ প্রসিকিউটর

সকল