১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

দ্বীন বিজয়ের জন্য দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : উপাধ্যক্ষ আব্দুর রব

- ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব বলেছেন, ‘ইক্বামাতের দ্বীনের দায়িত্ব কোনো নফল ইবাদত নয় বরং আল্লাহর খলিফা হিসেবে আমাদের প্রত্যেকের ওপরই অপরিহার্য। প্রত্যেক নবী-রাসূলগণই একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরীত হয়েছিলেন। বিশ্বনবী সা: ও একই দায়িত্ব নিয়ে প্রেরীত হয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করে গেছেন। তাই আমরাও এ দায়িত্ব থেকে মুক্ত নই বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার প্রাণান্তকর প্রচেষ্টা চালানো আমাদের ওপর ফরজ। এ কাজে আঞ্জাম দেয়ার জন্য ইউনিট সংগঠন থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছানোর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের কর্মীদের গণসম্পৃক্ততা বাড়াতে হবে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে ওই সবের সাধ্যমত সমাধান দেয়ার চেষ্টা করতে হবে। তাহলে দ্বীনের বিজয় সহজ থেকে সহজতর হয়ে উঠবে।’ তিনি ইসলামী আন্দোলনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট দায়িত্বশীলদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

আজ শনিবার রাজধানীর একটি মিলনায়তনে শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির আবু সাঈদ মণ্ডলের সভাপতিত্বে এবং থানা কর্মপরিষদ সদস্য সোহেল খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, সহকারী পরিচালক মু. আতাউর রহমান সরকার।

শিক্ষাশিবিরে শুরুতেই দারসূল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা হাবিবুর রহমান।

এ সময় থানা শূরা ও কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিন ও মো: তাজউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আব্দুর রব বলেন, ‘ইউনিট সংগঠনই হচ্ছে ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য ইউনিট দায়িত্বশীলদের সকল প্রকার মেধা, যোগ্যতা, প্রজ্ঞা ও কর্মতৎপরতা যথাযথভাবে কাজে লাগাতে হবে।’ তিনি ইসলামী আন্দোলনের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিট দায়িত্বশীলদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলনের পথ কখনোই ফুল বিছানো ছিল না, এখনো নয়। যুগে যুগে যারাই মানুষের মাঝে দ্বীনে হক্বের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও এ থেকে আলাদা ছিলেন না। বিশ্বনবী সা:-এর ওপর চালানো হয়েছে নির্মম জুলুম-নির্যাতন। এমনকি শিয়াবে আবি তালিবে তাকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তিনি এবং তার আসহাসরা ক্ষুধা বৃত্তি নিবারণের জন্য বাবলা গাছের পাতা খেতে বাধ্য হয়েছিলেন। তাই অতীতের ধারাবাহিকতায় সকল জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ইসলামকে গালেব করার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ তিনি দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।

তেজগাঁও উত্তরে ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
তেজগাঁও উত্তর থানার উদ্যোগে হাজী মরণ আলী মাদরাসা মিলনায়তনে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উত্তর থানা আমির হাফেজ মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ড. মু. রেজাউল করীম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, মহানগরী প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার ও তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী।

অনুষ্ঠানে দারস পেশ করেন শিল্পাঞ্চল থানা সাবেক আমির হাফেজ মিজানুর রহমান। দিনব্যাপী শিক্ষাশিবিরে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্যরা।

পল্লবী থানা দক্ষিণ জামায়াতের শিক্ষা বৈঠক
পল্লবী থানা দক্ষিণের উদ্যোগে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। থানা আমির আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাবের হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য নাসির উদ্দীন এবং ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন উলামা বিভাগের জোন পরিচালক মাওলানা আসাদুর রহমান। বক্তব্য রাখেন থানা নায়েবে আমির অধ্যাপক রুহুল আমিন। এ সময় থানা কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

গুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসর কর্মী শিক্ষা বৈঠক
গুলশানের স্থানীয় একটি অডিটোরিয়ামে শুলশান থানা পূর্ব জামায়াতের সদস্য ও অগ্রসরকর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী জোন পরিচালক হেদায়েত উল্লাহ ও গুলশান পূর্ব থানা আমির মোহাম্মদ জিল্লুর রহমান।

থানা সেক্রেটারি আবদুল মোতালেব মঈনের পরিচালনায় শাহজাদপুর অঞ্চলে এবং থানা কর্মপরিষদ সদস্য মুফতি রহমতুল্লাহর ও মাওলানা ওমর ফারুকের পরিচালনায় নদ্দা কালাচাঁদপুর অঞ্চলে দু’ভাগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় থানা কর্মপরিষদ সদস্য মাওলানা তোফায়েল আহমেদ, আবদুল মোতালেব টিপন, আহসান উল্লাহ, শূরা সদস্য ফারুক হোসেন, হাসনাইন আমিন রাসেল, ইব্রাহিম খলিল, টিম সদস্য জানে আলম রাজন, কাজী আমিনুল ভাই ও মিনহাজ বিন মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০ ঋণখেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না : মির্জা ফখরুল জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান আড়াইহাজারে একজনকে পিটিয়ে হত্যা গাজার নিয়ন্ত্রণ নিতে চায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা : জরিপ ইবিতে স্বৈরাচারের সাথে সম্পর্কিত স্থাপনার নাম পরিবর্তনের আহ্বান প্রেস সচিবের ওষুধের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে : সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জের হবে দেশের সম্পদ লুটপাটকারী দেশপ্রেমী হতে পারে না : ড. মিজানুর রহমান বাঞ্ছারামপুরে জাতীয় কোরআন প্রতিযোগিতা

সকল