দেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক হচ্ছে সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি : ড. শফিকুল ইসলাম মাসুদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২৫, ১২:৫৭, আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিক। এই প্রতিককে ইসলামের দুশমনরা এতোটাই ভয় পায় যার কারণে তারা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক কেড়ে নিয়েছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিক ফিরিয়ে দেন, কারণ দেশে সত্য ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতিক।’
আজ শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম বলেন, ‘১৯৪১ সালে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়ে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে তার সাংগঠনিক কার্যক্রম শুরু করে। জামায়াতে ইসলামীর সেই কার্যক্রম সঠিক হিসেবে ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতা উপলব্ধি করতে পেরেছে। যার ফলে ছাত্র-জনতা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে জনগণের সমথর্নে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে।’
তিনি বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ সা: মক্কার কাফেররা আল-আমীন উপাধি দিয়েছে কিন্তু যখনই মুহাম্মদ সা: মানুষের তৈরি মতবাদ থেকে বের হয়ে কোরআনের আইন ও রাজত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন, তখনই কাফেররা তাকে আক্রমণ আর আক্রান্ত করেছে। সাহাবীদের রক্ত ও জীবনের বিনিময়ে মক্কা বিজয়ের মাধ্যমে সেখানে কোরআনের রাজত্ব প্রতিষ্ঠা হয় এবং সমাজে শান্তি নিশ্চিত হয়। এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে।’
পূর্ণ বিজয়ের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ইসলামের পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে এখন থেকেই যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত তারা জনগণকে চুষে খাবে। এদের শোষণ থেকে রক্ষা পেতে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নাই।’
নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় জামিয়া ইসলামিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চল (দক্ষিণ) পরিচালক সাইফুল আলম খান মিলন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা