১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

শেখ হাসিনার ভারতীয় নাগরিকত্ব নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম - ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এসব কথা জানান।

মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’

তিনি বলেন, ‘হাসিনার বর্তমান স্ট্যাটাস কী হবে তা ভারত সরকারের এখতিয়ারাধীন।’

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে বসবাস করছেন।

ভারতের সাথে সকল চুক্তি পর্যালোচনার দাবির বিষয়ে মুখপাত্র স্পষ্ট করে বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ভারতের সাথে দ্বিপক্ষীয় চুক্তিগুলো করেছে। যদি কোনো মন্ত্রণালয় বা সংস্থা পর্যালোচনার প্রয়োজন মনে করে, তবে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।’

ভারতের সাথে সকল চুক্তি প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন, ‘ভারতের সাথে সকল চুক্তি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। আপনি সেগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।’

অন্য একটি প্রশ্নের জবাবে মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘ভারতের সাথে কোনো গোপন চুক্তি সম্পর্কে আমি অবগত নই।’

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের বিষয়ে ঢাকা ভারতের জবাবের জন্য অপেক্ষায় রয়েছে।’

মুখপাত্র বলেন, ‘আমরা ভারতের জবাবের অপেক্ষা করছি। আমার মনে হয় না এতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে সাধারণত এতে তিন থেকে চার মাস লাগে।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল