সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে ভারত, অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে : রিজভী
- অনলাইন প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৯
সংখ্যালঘুদের ওপর প্রতিবেশী দেশ ভারত নির্যাতন করে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারাই আবার অপপ্রচার চালায় বাংলাদেশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, হাসিনা না কি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন। একইসাথে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন। একটি দেশকে লুটপাট করে, হত্যা-গুম করে বিনাভোটে ক্ষমতায় বসে ছিলেন।
পার্শ্ববর্তী দেশের স্বার্থ দেখলেও কোনোদিন বাংলাদেশের স্বার্থ দেখেননি হাসিনা- এমন মন্তব্য করে তিনি বলেন, অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়েছেন হাসিনা। বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, অথচ ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে।
শেখ হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে জানিয়ে রিজভী বলেন, এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে। এসময় একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা