১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম

জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির কোনো পরামর্শ নেয়া হবে না

উপদেষ্টা মাহফুজ আলম - ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সাথে একটি সর্বদলীয় বৈঠক করবে সরকার। তবে ঘোষণাপত্র নিয়ে জাতীয় পার্টির কোনো পরামর্শ নেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘তাদের (জাতীয় পার্টির) পরামর্শ যৌক্তিক ও প্রয়োজনীয় বলে মনে করছি না।’

গণঅভ্যুত্থানের সাথে জড়িত বামপন্থী দলগুলোর সাথে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যূত্থানের পক্ষের শক্তি এবং স্পষ্ট অবস্থান ছিল তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করব। তাদের প্রতিনিধি যাতে থাকে সেই চেষ্টা করব।’

তিনি বলেন, ‘আশা করি, আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভেতর দিয়ে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, গত ৩১ ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেয়ার কথা ছিল। পরবর্তীতে সরকার সবার সাথে কথা বলে ঘোষণাপত্র দেয়ার উদ্যোগ গ্রহণ করে। গত ১২-১৩ দিন ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে আমরা খসড়া একটি ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছি। বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন নারী, শিক্ষক সংগঠনসহ বিভিন্ন অংশীজনের সাথে আমরা কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ঘোষণাপত্রের বিষয়ে তারা একমত হয়েছেন। ঘোষণাপত্রটি কবে এবং এর ভেতরে কী কী কনটেন্ট থাকবে, এ বিষয়ে এখনো আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারিনি।’

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের স্থান এখনো নির্ধারণ হয়নি, তবে বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের বক্তব্য পেয়েছি যে এভাবে (সর্বদলীয় বৈঠক) করা সম্ভব। আশা করছি, বৃহস্পতিবার এ বৈঠকের মধ্য দিয়ে একটি দলিল প্রণীত হবে। কবে ঘোষণাপত্রটি জারি হবে, সরকার এ বিষয়ে কিভাবে ভূমিকা রাখবে, সেদিনই এ বিষয়ে স্পষ্ট হবে। আশা করছি, বাংলাদেশের জনগণ এবং যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রত্যাশা প্রতিফলিত হবে। সকল রাজনৈতিক দল ও পক্ষের মতামত নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি প্রচারিত হবে।’

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement