গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৫০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘বাংলাদেশে আর ভারতের দাদাগিরি চলবে না। দিল্লি থেকে গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর আসবে না।’
মঙ্গলবার দুপুরে চিটাগাং রোডস্থ শিমরাইল মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসতান আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি আর এই বাংলাদেশে চলবে না।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘পরবর্তীতে বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আসবেন তারা দিল্লিমুখী না হয়ে, ভারতমুখী না হয়ে, আপনারা জনতার মুখী হউন।’
তিনি যোগ করেন, ‘যারা দিল্লিমুখী হয়েছে তাদেরকে আমরা ৪৫ মিনিটের মধ্যে সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি।’
বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যত ধরনের ব্যবস্থা আছে, যত ধরনের ম্যাকানিজম আছে তার সব চলছে।’
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবির কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কর্মসূচিতে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বর্তমানে দেশের রাজনীতি থেকে তরুণদের মাইনাস করার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা