১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর - ছবি - নয়া দিগন্ত

চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গতকাল স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি যে এ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। এ জন্যই নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি যেন আমরা এ ব্যবস্থা নিতে পারি।

মির্জা ফখরুল বলেন, দেশ ও জাতি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, গণতন্ত্র উত্তরণের স্বার্থে আমরা যেন এই পথকে বাধাগ্রস্ত না করি।


আরো সংবাদ



premium cement