সংসদ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করা সম্ভব : নজরুল ইসলাম
- অনলাইন প্রতিবেদক
- ১২ জানুয়ারি ২০২৫, ২৩:০৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়। আমরা জানি, নির্বাচন প্রক্রিয়া, তার প্রতিষ্ঠান ও আইন-কানুন সবকিছু ধ্বংস করেছে আওয়ামী সরকার। সেগুলো সংস্কার প্রয়োজন। এজন্য সেগুলো দ্রুত সংস্কার করে, জনগণের যে ভোটের অধিকার, সেটি ফিরিয়ে দেয়া উচিত বলে মনে করি। এক্ষেত্রে সংসদ নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত করা সম্ভব।
রোববার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় লেবার পার্টির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের দুর্ভোগ যাতে কমে, সে চেষ্টা করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত করবে। ভ্যাট বাড়ানো প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় সে সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না। আমরা এ সরকারকে জনপ্রিয় দেখতে চাই।
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে মতবিনিময় করছি আমরা। মতবিনিময় শেষ হলে সামনে কী কর্মসূচি আসবে, সেটি জানাবেন বলে জানান তিনি।
লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র নেতারা স্থানীয় নির্বাচন আগে চায়। এর আগে আমরা শুনেছি, তারা ডাকসুসহ শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন চায়। তারা এবং সরকার খুব কাছাকাছি অবস্থান করার কারণে জনমনে সন্দেহ-সংশয় ক্রমশ দানা বাঁধছে। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা এ দেশের জনগণের জন্য রাজনীতি করি। একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিবে এমন আশাবাদী আমরা।
লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে আট সদস্য বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।