বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জামায়াতের
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৮:২২
বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরো এক দফা বৃদ্ধি পাবে। কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেয়া উচিত ছিল, সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার বিষয়টির উপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যেন বর্ধিত বাড়তি চাপ তৈরি না হয়, সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি