১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সাবেক এমপি নদভীকে গ্রেফতারের আদেশ

- ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আরো পাঁচ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভিশন ও চিকিৎসা বিষয়ে কারাবিধি অনুযায়ী জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লোহাগাড়া থানার তিনটি মামলার মধ্যে দু’টি বিস্ফোরক আইন ও একটি হত্যা মামলা। এছাড়া সাতকানিয়া থানার দু’টি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে।

পুলিশ এই পাঁচ মামলায় সাবেক এমপি নদভীকে গ্রেফতার দেখিয়ে দু’টি মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে মামলাগুলোয় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘লোহাগাড়া থানার তিন মামলায় ও সাতকানিয়া থানার দুই মামলায় আজ পুলিশ সাবেক এমপি নদভীকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

তিনি আরো বলেন, ‘সকাল ৯টার দিকে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাতে সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক এই এমপিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামেও একাধিক মামলা হয়েছে।

পরে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

ওই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার একটি আদালত।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ভারত কেন এখন আফগান তালেবানের সাথে সুসম্পর্ক রাখতে চায়? তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নারী নিহত বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জামায়াতের পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করা হবে : উপদেষ্টা ট্রেবলজয়ীদের গোলবন্যায় ভাসল সালফোর্ড সিটি ‘আওয়ামী লীগের সময় খেলাধুলা ছিল রাজনৈতিক চক্রে আবদ্ধ’ প্লট জালিয়াতি : হাসিনা-রেহানা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সকল