১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

শেখ হাসিনার সাথে উগ্রবাদীরাও পালিয়েছে : সেলিম উদ্দিন

উত্তরখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ - সংগৃহীত

শেখ হাসিনা সবচেয়ে বড় উগ্রাবাদের আশ্রয়-প্রশ্রয় দাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

তিনি বলছেন, দেশে এখন কোনো উগ্রবাদী নেই, বরং শেখ হাসিনার সাথে এদেশ থেকে উগ্রবাদীরাও পালিয়ে গেছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখানে জামায়াতে ইসলামী উত্তরখান পশ্চিম থানা আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। পতিত স্বৈরাচারি সরকারের আমলে আমরা উন্নয়নের গালগল্প শুনেছি। যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে। ফ্যাসীবাদীদের ভাষায়, দেশে রাজাকার আর উগ্রবাদী ছাড়া কোনো সমস্যা ছিল না। অথচ দেশে এখন কোনো উগ্রবাদী নেই, বরং শেখ হাসিনার সাথে এদেশ থেকে উগ্রবাদীরাও পালিয়ে গেছে। কিন্তু তারা এই উগ্রবাদের ধোয়া তুলেই দেশ বরেণ্য আলেম-উলামা, মাদরাসার ছাত্র-শিক্ষক এবং দাঁড়ি-টুপি ওয়ালাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বিশ্ব দরবারে তাদেরকে অসম্মান ও হেয় প্রতিপন্ন করেছে। তাই এই পতিত স্বৈরাচারিনীকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় দেশে উগ্রবাদী নাটকের নেপথ্য কথা জানা যাবে না।

তিনি পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আগস্ট বিপ্লবের পরও আমরা খুব একটা ভালো নেই। আমাদের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। কারণ পতিত ফ্যাসীবাদের প্রতিভূরা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো সক্রিয়। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। দেশে দ্রব্যমূল্যের লাগাম টানা যায়নি। কৃষি উপকরণের দাম আকাশচুম্বী হলেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের নায্যমূল্য পাচ্ছেন না। অথচ বাজারে নিত্যপণ্যের অগ্নিমূল্য। সবকিছুই স্বৈরাচারের সিন্ডিকেট, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে। এসব সিন্ডিকেট, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন শেখ হাসিনাসহ তার সরকারের শীর্ষনেতা থেকে শুরু করে অতিনেতা-পাতি নেতারা। তাই দেশে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা ও বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তাদের ভয় পাওয়া কোনো কারণ নেই। বরং দেশের জনগণ তাদের সাথেই রয়েছে।’

তিনি সকল প্রকার রাজনীতি ও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

থানা আমির শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন উত্তরখান পূর্ব আমির ইসরাইল হোসেন, জামায়াত নেতা অধ্যাপক কামাল উদ্দিন রায়হান ও ইমাম উদ্দিন পন্ডিত প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ভারত কেন এখন আফগান তালেবানের সাথে সুসম্পর্ক রাখতে চায়? তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নারী নিহত বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জামায়াতের পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক টেকসই করা হবে : উপদেষ্টা ট্রেবলজয়ীদের গোলবন্যায় ভাসল সালফোর্ড সিটি ‘আওয়ামী লীগের সময় খেলাধুলা ছিল রাজনৈতিক চক্রে আবদ্ধ’ প্লট জালিয়াতি : হাসিনা-রেহানা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সকল