১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

লন্ডনে পারিবারিক সান্নিধ্যে ফুরফুরে মেজাজে খালেদা জিয়া

লন্ডনে পারিবারিক সান্নিধ্যে ফুরফুরে মেজাজে খালেদা জিয়া - সংগৃহীত

যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পারিবারের সদস্যদের সান্নিধ্য পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। নিচ্ছেন পুত্রবধূ জুবাইদা রহমানের রান্না করা চিকেন স্যুপ ও ডালের স্বাদ।

শনিবার জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন বেগম খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন।

এদিকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ফুরফুরে মেজাজে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মানসিকভাবেও তিনি এখন যথেষ্ট চাঙা।

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আরো কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। ইতোমধ্যে দ্য ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে।

উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পর দিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের কাছে হাসপাতালে যাচ্ছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, তারেক রহমান এবং তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান হেঁটে যাচ্ছেন এবং এলোমেলো একটা পরিবেশে সেখানে কয়েকজন সাংবাদিক বাংলাদেশের জনগণের উদ্দেশে কিছু বলার জন্য এবং ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। তবে তারেক রহমান তখন সড়ক নিরাপত্তার বিষয়টির ওপর গুরুত্ব দেন। প্রথমেই উপস্থিতদের সালাম দেন তারেক রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন তারেক রহমান বলেন, ‘ভাই পড়ে যাবেন, আমরাও পড়ে যাব। রাস্তা দিয়ে মানুষ যেতে দেন।’


আরো সংবাদ



premium cement
বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথম ঘণ্টায় ডিএসইএক্স-ডিএস৩০তে সূচক কমল ৪.১৬ পয়েন্ট চানখারপুলে গণহত্যা : কনস্টেবল সুজনকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা, নেই লিটন খেয়াল খুশিমতো পুলিশের দায়িত্ব নয় : অতিরিক্ত আইজি গাজায় ৪ ইসরাইলি সৈন্য নিহত ২০২৪ সালকে বিশ্বের উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের মামলা স্থগিত দাবানলে লস অ্যাঞ্জেলসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনার সাথে উগ্রবাদীরাও পালিয়েছে : সেলিম উদ্দিন গুলিতে বাঁকা হয়ে গেছে পা, তারপরও অটোরিকশার স্টিয়ারিং ধরার স্বপ্ন সেলিমের

সকল