১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা

১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক - ছবি : নয়া দিগন্ত

জুলাই-আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তাতে কোথাও ফাটল ধরেছে বলে মনে করছে বিএনপি ও তার মিত্ররা।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদের ঐক্যের ফাটল প্রসঙ্গে বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে স্পেসিফিক আলোচনা হবে। যেমন ধরেন, আমরা যে এক দফার আন্দোলন করছিলাম, অনেকদিন আগে কিন্তু আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম। এটা জুলাই মাসের শেষের দিকে এসে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা ঘোষণা করা হলো আগস্টের প্রথম দিকে। কিন্তু আমরা এক দফার আন্দোলন শুরু করেছি অনেক আগে। এক দফার মূল কথা বরাবরই ছিল যে ফ্যাসিবাদের পতন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এটাই ছিল এক দফার মূল কথা। এর একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের বহু মানুষের জীবন, বহু মানুষের গুম হওয়া নিপীড়ন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেই সময়ও আমাদের সহস্রাধিক মানুষের জীবন, বহু মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে এ বিজয়টা আমরা অর্জন করেছি। কিন্তু এটা এক দফার একটা অংশ অর্জিত হয়েছে। আর একটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আমরা সবাই জানি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম।’

তিনি আরো বলেন, ‘কিন্তু অতি সম্প্রতি নানা ব্যক্তি নানা কথা বলা শুরু করেছে। আমরা মনে করি, এটা গোটা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা মনে করি, ৫ আগস্ট এর আগ পর্যন্ত বা তার ইমিডিয়েট পর পর্যন্ত আমরা যেমন সবাই একই ভাষায়, একই আবেগ নিয়ে কথা বলেছি, এ বিজয়টা সুসংহত করার জন্য এবং পতিত ফ্যাসিবাদ যাতে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, সেজন্য আমাদের ওই ঐক্য অব্যাহত রাখা উচিত।’

এর আগে, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘৫ আগস্টের পর বিভিন্ন সমস্যা গ্রাস করেছে। আমাদের বিজয় বিপদগ্রস্ত হতে চলছে। আমাদের সংগ্রামী ঐক্যের কোথায় যেন ফাটল ধরেছে। এর সমাধান চাই। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করব।’

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ১২ দলীয় জোট নেতাদের মধ্যে নুরুল আমিন বেপারী, শামসুদ্দিন পারভেজ, মো: ফারুক রহমান, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, আবদুর করিম, গোলাম মুহিউদ্দিন ইকরাম, আবুল কাশেম।


আরো সংবাদ



premium cement